মিলনের সুরে নিশ্চুপ বৃষ্টি-জাহিদ লিটন

আরবান ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪৯ বিকাল

রেকর্ডিং হয়ে গেল নতুন গান "তুমি আপনের আপন" মোহাম্মদ মিলনের সুরে গানটি গেয়েছেন নিশ্চুপ বৃষ্টি এবং জাহিদ লিটন, মামুন আপনান রুমির কথায় গানটির মিউজিক করেছেন এমএমপি রনি।
খুব শীঘ্রই গানটি মিউজিক ভিডিও সহ প্রকাশিত হবে ঢোল মিউজিক এর ব্যানারে গানটি নিয়ে মুহাম্মদ মিলন বলেন, বৃষ্টি আর আমি এক সাথে অনেক গান করেছি কিন্তু প্রথমবার বৃষ্টি এবং জাহিদ লিটন ভাইয়ের জন্য সুর করেছি আশা করি গানটি সবার ভালো লাগবে এব্যাপারে আমরা পুরো টিম আশাবাদী।