কলমাকান্দায় বারসিকের গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ রাত
কলমাকান্দা উপজেলার ভেলুয়াতলী গ্রামে কৃষক নেতৃত্বে ধানজাত গবেষণা প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গবেষণা প্লটে মোট ১৬টি ধানজাত রোপণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা প্লট পরিদর্শন করেন এবং স্থানীয় উপযোগিতা, ফলনক্ষমতা ও গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি উন্নত জাত নির্বাচন করেন। নির্বাচিত জাতগুলোর মধ্যে ছিল—এফ-৪, রহমত, ঘিগজ, এম-২৫২, আলোকমতি ও প্রতীক্ষা। কৃষকদের মতে, এসব ধানজাতের ফলন বেশি, নুইয়ে পড়ার প্রবণতা কম, ধানে চিতা কম হয় এবং গাছের গঠনী শক্ত।
প্লট পরিদর্শন শেষে গুঞ্জন রেমার সঞ্চালনায় ও আ: মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব হারুন অর রশিদ। মাঠ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বারসিকের প্রোগ্রাম অফিসার মো: আলমগীর। গবেষণা প্লটের পরিচর্যা, ব্যবস্থাপনা ও মাঠ অভিজ্ঞতা তুলে ধরেন আ: মোতালেব। এছাড়া মাঠ দিবসে যোগদানের ফলে অর্জিত অভিজ্ঞতা শেয়ার করেন এনজিও কর্মী আব্দুল মোমেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব মো: হারুন অর রশিদ। তিনি গবেষণা প্লটের সফলতা, কৃষকদের আগ্রহ ও স্থানীয় জাত সংরক্ষণ-উন্নয়নে বারসিকের ভূমিকার প্রশংসা করেন এবং এসব উদ্যোগ ভবিষ্যতে স্থানীয় কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন।
মাঠ দিবসে কৃষক, স্থানীয় নেতৃত্ব ও কৃষি কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তোলে।



_medium_1737724019.jpg)

