পূর্বধলায় সাংবাদিককে হেনস্তা করায় কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ সভা
ইমতিয়াজ আহামেদ সজিব, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১১:৫১ রাত

পূর্বধলা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কর্তৃক সাংবাদিকের কর্তব্য পালনে বাধা প্রদান, কটুক্তি ও হুমকি-ধামকির প্রতিবাদে আজ পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে পূর্বধলায় কর্তব্যরত সর্বস্তরের সংবাদকর্মীর অংশগ্রহণে এক স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সকাল ১০ ঘটিকার সময় আজকের আরবান-এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম সংবাদ সংগ্রহের কাজে কলেজে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কতিপয় শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতিতে তার কক্ষে বিগত সময়ে কলেজের এইচএসসি পরীক্ষায় ধারাবাহিক ফল বিপর্যয়ের সংবাদ আজকের আরবান-এ প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এহেন অসৌজন্য ও সাংবাদিকের মর্যাদাহানিকর আচরণ করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিক নাহিদ আলমের পেশাগত যোগ্যতা, কলেজের সংবাদ প্রকাশে সাংবাদিকের এখতিয়ার নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, কটুক্তি, কর্তব্য পালনে হুমকি প্রদানসহ অসৌজন্য আচরণ করেন এবং কলেজে তার সকল ধরণের অপকর্মের অন্যতম সহযোগী প্রভাষক ইলিয়াস আহমদ ভূঁইয়ার মাধ্যমে মুঠোফোনে সংবাদের তথ্য-উপাত্ত সংগ্রহে দ্বিতীয় দফায় নাহিদ আলমকে কলেজে যেতে প্রলুব্ধ করার মতো গর্হিত কৌশলের আশ্রয় নেন।
নাহিদ আলম অপকৌশলটি আঁচ করতে পেরে পুনরায় কলেজে যেতে অপারগতা প্রকাশ করলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধিকতর নোংরা খেলায় মত্ত হন। তিনি স্থানীয় একজনকে ব্যবহার করে সংশ্লিষ্ট সাংবাদিককে কলেজে ডেকে নিয়ে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়-ভীতি প্রদর্শন করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কলেজের অধ্যক্ষের দায়িত্ব গ্রহণের পর থেকেই তার অযোগ্যতা, স্বেচ্ছাচারিতা, অদক্ষতা, আর্থিক অনিয়ম, প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়া, সহকর্মীদের মাঝে গ্রুপিং, ক্ষমতার ভরকেন্দ্রের প্রতি তোষণ, অংশীজনদের সঙ্গে সমন্বয়হীনতা, কতিপয় সুবিধাভোগীদের নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তোলা, প্রতিষ্ঠানে শিক্ষকগণের গড় হাজিরা ও সময়মতো উপস্থিতি এবং ছাত্র-শিক্ষকের ভারসাম্যপূর্ণ কর্মপরিবেশ বিনষ্ট করাসহ অর্ধশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটিকে প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।

কলেজের অনিয়ম সংক্রান্ত কোনো সংবাদ প্রচার হলেই তিনি নানাভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে বিভিন্নভাবে নেতিবাচক তৎপরতা শুরু করেন, যা সর্বজনবিদিত। ইতিপূর্বেও বেশ কয়েকবার কলেজ অধ্যক্ষের দায়িত্ব পালনে তার অসততা নিয়ে সংবাদ প্রচারকে কেন্দ্র করে এবং সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন পূর্বধলা প্রেসক্লাবে স্ব-শরীরে উপস্থিত হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন—এমন নজির রয়েছে।
এবার সাংবাদিক নাহিদ আলমের প্রতি অসৌজন্য ও অপেশাদার আচরণকে কেন্দ্র করে পূর্বধলার সকল সাংবাদিক ক্ষোভে ফুসে উঠেছেন। এর প্রেক্ষিতে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।

সমাবেশে পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি শফিকুল আলম শাহীন, নয়া দিগন্ত-এর উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, পূর্বধলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সদস্য দীপক সরকার, জাকির আহমেদ খান কামাল, কালের কণ্ঠ-এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং দৈনিক সংবাদ-এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন—ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মো. শফিকুল ইসলাম খান, এনটিভি অনলাইন-এর প্রতিনিধি এসএস ওয়াদুদ, একুশের সংবাদ-এর উপজেলা প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি আল মনসুর, মানবকণ্ঠ-এর প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, মানবজমিন-এর প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক আমিনুল ইসলাম মণ্ডল, আব্দুল্লাহ আল আমিন, ইমতিয়াজ আহমেদ সজিব, শাহীন খন্দকার, সাগর আহমেদ জজ, আল আমিন শেখ, আল মামুন, আমিনুল হক, জিয়াউর রহমান, মজিবুর রহমান তালুকদার, মোশাহিদুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ কর্তৃক এভাবে সাংবাদিকদের ভয়-ভীতি ও হুমকির প্রতিবাদে সোচ্চার হন এবং ঐক্যবদ্ধভাবে তা প্রতিহতের প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনার প্রতিবাদে সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে সমাবেশ করে এবং ৪ নভেম্বর বেলা ১০টা ৩০ মিনিটে পূর্বধলা উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন ও ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।



_medium_1761129931.jpg)

