বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২
শিরোনাম

চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-২


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ বিকাল

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বসতবাড়ি থেকে রাতের আঁধারে স্বর্ন চুরির ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধুসহ দুই জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২০২৫) সকালের দিকে উপজেলার পবনাপুর ইউপির বরকতপুর গ্রামে ঘটনাটি ঘটে।এ ঘটনায় রক্তাক্ত আহত গৃহবধূ এরশাদ আলমের স্রী। প্রতিপক্ষ একই গ্রামের আমিরুলের ছেলে সাব্বির।

এবিষয়ে সাব্বির, আমিরুল, লিটন, এবাদুলকে অভিযুক্ত করে পলাশবাড়ী থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,ভুক্তভোগী এরশাদ আলম ও তার স্রী দীর্ঘ দিন চট্রগ্রামে গার্মেন্টস কোম্পানিতে চাকুরী করেছেন। দীর্ঘ চাকুরী শেষে অতি কষ্টে মেয়ের বিবাহের জন্য আড়াই ভরি স্বর্নের গহনা বানিয়ে বাড়ীতে নিয়ে আসেন। মেয়ের বিবাহ প্রস্তুতি নেওয়া কালে গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর ) রাতের আঁধারে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ন চুরি করে।

পরের দিন বিষয়টিতে পরিবারের স্বজনরা খোঁজাখুজি করাকালে অভিযুক্ত  দেখে। বিষয়টি গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পরের দিন বাদজুম্মা মসজিদের মুসল্লিদের জানালে তাদের কথোপকথনে অভিযুক্ত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।তারা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে আক্রমণ করে মারপিটের একপর্যায়ে ভুক্তভোগীর নাক মূখ হাড়কাটা জখম করে। 

তার আত্মচিৎকারে স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ভুক্তভোগী পরিবার-জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকার চিহ্নিত একজন চোর এবং সন্ত্রাসী প্রকৃতির। রাতের আঁধারে সে আমার আনুমানিক-৩লক্ষ্যধিক টাকার স্বর্ণ চুরি করেছে। 

আমাকে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এবিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করলে তাদের বাড়িতে পাওয়া যায়নি।

লিখিত এজাহার জমার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভূট্ট জানান, তদন্ত শেষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত