ধলাই নদীতে প্রাণ ফেরাতে পৌর প্রশাসকের উদ্যোগে একত্র রাজনৈতিক নেতৃবৃন্দ

আজাদ ইমরান শরীফ
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ রাত
_original_1758368188.jpg)
দীর্ঘ দেড়যুগ ধরে নেত্রকোনা পৌরশহরের ধলাই নদীর প্রায় তিন কিলোমিটার কচুরিপানায় বন্ধ রয়েছে। এতে নৌকা চলাচলসহ বন্ধ সকল কার্যক্রম। ব্যবহার উপযোগী করতে কচুরিপানা পরিস্কারের উদ্যোগ নিয়েছে পৌরসভা।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদারের সার্বিক তত্ত্বাবধানে ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়।
কচুরিপানা পরিস্কার কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায় এস এম মনিরুজ্জামান দুদু, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামাতের নায়েবে আমির ডাক্তার আবুল হোসেন তালুকদার, জমিয়তে ওলামা ইসলামের তাহের কাসেমী, ইমাম ওলামা পরিষদের হাফেজ দেলোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাফিউ রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এসময় সকল দলের স্বেচ্ছাসেবক টিম নদী পরিষ্কারে কাজ করে।
এরআগে জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি 'র উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কুচুরিপানা পরিস্কার করেন। পরে পৌর প্রশাসকের উদ্যোগে বিভিন্ন দলের স্বেচ্ছাসেবকরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার জানান, আমরা উদ্যোগ নিয়েছি, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের স্বেচ্ছাসেবক টিম দিয়ে আমাদের সহযোগিতা করছে। ধলাই নদী কচুরিপানা পরিস্কার করা হলে তা ব্যবহার উপযোগী হবে এবং নৌ চলাচল স্বাভাবিক হবে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, নদী পরিস্কারে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের টিম দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের উদ্যোগ ছিল। কোন বিনিয়োগ ছাড়া সবাই সেচ্ছাশ্রম দিচ্ছেন। আশা করি এ ধারা অব্যাহত থাকবে।