নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী মুফতি আনিসুর রহমানের শো-ডাউন

এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ দুপুর

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান তার নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত শো-ডাউন করেছেন।
মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বারহাট্রা উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। মোটর সাইকেলের বহরে সাদা কালো পতাকা, তাদের নির্বাচনী প্রতিক খেজুর গাছের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছিল।

নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্রা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদার, যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হাফেজ মাও: মোবারক উল্লাহ, ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ শিপন প্রমুখ। বর্ণাঢ্য নির্বাচনী শো-ডাউনটি নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টর মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দলীয় মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।