মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
শিরোনাম

পূর্বধলা থানা জেলায় চারটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০২ দুপুর

নেত্রকোনা জেলার মাসিক পুলিশ অপরাধ পর্যালোচনা সভায় আগস্ট ২০২৫ মাসে চারটি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পূর্বধলা থানা।

গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শ্রেষ্ঠদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম। শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হয়েছেন ইন্সপেক্টর মিন্টু দে। শ্রেষ্ঠ আইসি হয়েছেন শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া শ্রেষ্ঠ বিট অফিসার সম্মাননা পেয়েছেন এসআই মোহাম্মদ রফিকুল ইসলাম।

ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, ভালো কাজে পুরস্কার পেলে আত্মবিশ্বাস বাড়ে এবং এগিয়ে চলার অনুপ্রেরণা মেলে। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে পুলিশ সদস্যদের আরও ভালো পারফরম্যান্সে উৎসাহিত করবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত