রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ আগস্ট ২০২৫, ১০:২৬ রাত

নেত্রকোনার পূর্বধলায় নারকেল গাছের শুকনো ডাল সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাইজুন নাহার (কাজল) (৩৮) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর ধলামূলগাঁও ইউনিয়নের পাছ মারকেন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাইজুন নাহার (কাজল) ওই এলাকার মো. শামসুল আলম টিটুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঘরের দুটি ইউনিটের মধ্যকার বৈদ্যুতিক তারের ওপর নারকেলের শুকনো ডাল (পাতা) পড়ে গেলে কাজল তা সরানোর চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে তার শরীরে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় তার চিৎকার শুনে ভাতিজি সাহিদা আক্তার সুমি ছুটে এসে প্রতিবেশীদের সহায়তায় দ্রুত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত