রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২
শিরোনাম

অধ্যাপক হাজী আফতাব উদ্দিন আর নেই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০৪ আগস্ট ২০২৫, ১২:২৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের রাজপাড়া গ্রামের বাসিন্দা, আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ (ময়মনসিংহ) এর ব্যবস্থাপনা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক হাজী আফতাব উদ্দিন আর নেই।

রবিবার (৩ আগস্ট) রাত ৩টা ৩০ মিনিটে রাজধানীর ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৩ বছর।

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনিসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন।  তিনি মরহুম হাজী সৈয়দ আলীর পুত্র।

মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর প্রথম জানাজা আজ (সোমবার) ময়মনসিংহ শহরের বড় মসজিদ প্রাঙ্গণে বাদ যোহর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আজই বিকাল ৫টা ৩০ মিনিটে, পূর্বধলা সরকারি কলেজ মাঠে।

হাজী আফতাব উদ্দিনের মৃত্যুতে "আজকের আরবান"  সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত