শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শিরোনাম

শেরপুরে শিশু সুরক্ষা, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ১২ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ বিকাল

শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে শিশুদের সুরক্ষা, বিকাশ ও উন্নয়নে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১২ অক্টোবর রোববার দুপুরে জেলা শিশু একাডেমীর হলরুমে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, নাগরিক প্ল্যাটফর্ম 'জনউদ্যোগ' এর সদস্য সচিব সাংবাদিক হাকিম বাবুল ও রেহানা ইদ্রিস মেমোরিয়াল একাডেমীর সহকারী শিক্ষক আব্দুল আলিম।

সেমিনারে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত উপস্থিত শিশুরা তাদের সুরক্ষা, অধিকার ও বিকাশে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং এসব সমস্যার সমাধানে উপস্থিত অতিথিদের কাছে পরামর্শ চান। পরে অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের অধিকার, সুরক্ষা ও বিকাশ এবং উন্নয়নে নানা পরামর্শ দেন। 

একই সাথে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স বা ‘এনসিটিএফ’ এর আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করনীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে পৃথক তিনটি গ্রুপে শিশুদের মধ্যে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় এনসিটিএস এর জেলা ভলেন্টিয়ার রজত সাহা অন্তু, মুবাশ্শারা ফারুক মিনহা, তানজিদ মাহতাব রাকিন, জারীন তাসনিম বৃষ্টি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত