গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় বোন আহত

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৪:১৯ দুপুর
 (1)_original_1753525081.jpg)
গাইবান্ধা জেলা পৌর শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আপেল মাহমুদের(৪২) হামলায় বড় বোন আঞ্জুয়ারা বেগম(৪৮)আহত হয়েছে।
এঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আঞ্জুয়ারা বেগম।অভিযোগ সুত্রে জানা যায়,আঞ্জুয়ারা বেগমের সাথে তার আপন ছোট ভাই আপেল মাহমুদের ৪৫ শতক পৈত্রিক জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছে।
পরে এরই জের ধরে গতকাল(২৫ জুলাই) শুক্রবার আনুমানিক বিকাল ৩ টার দিকে আপেল মাহমুদ, তার স্ত্রী সোমা বেগম,দুই মেয়ে আশরাফী ও অন্যন্যা এবং তাদের সহযোগী মধু কে নিয়ে লাঠি,লোহার রড,দেশীয় অস্ত্র সহ আঞ্জুয়ারার বাড়িতে ঢুকে হামলা চালায়।এতে আঞ্জুয়ারা বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্ত্র দিয়ে মাথায় চোট মারে। পরে চোটটি মাথায় না লেগে কানে লেগে গুরুতর হাড়কাটা রক্তাক্ত জখম সহ শ্লীলতাহানি ঘটানো হয়। আঞ্জুয়ারার আত্নচিৎকারে তার স্বামী নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা করলে তাকেও এলোপাতাড়ি মারপিট করা হয়।শেষে তাদের স্বামী,স্ত্রীর উভয়ের আত্নচিৎকারে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে এবং গুরুতর আহত আঞ্জুয়ারা বেগম কে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।ঘটনাটির পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি। এবিষয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।