শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ডেভিল হান্ট' অভিযানে সাবেক এমপি’র এপিএস গ্রেফতার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ মে ২০২৫, ০৬:১৮ বিকাল

নেত্রকোনার পূর্বধলায় পুলিশের চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের ব্যক্তিগত সহকারী (এপিএস) মাহাবুবুর রহমান রুপাকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

মাহাবুবুর রহমান রুপা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের কাজলা গ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের একজন সদস্য এবং সাবেক এমপি বেলালের চাচাতো ভাই।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম আজকের আরবানকে বলেন, “মাহাবুবুর রহমান রুপা পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। মামলাটি দায়ের করা হয় গত বছরের ১ ডিসেম্বর। তাকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত