শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০১ মে ২০২৫, ০৪:১৪ দুপুর

৩০ এপ্রিল রোজ বুধবার শেরপুর জি. কে. পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির ২০২৪-২০২৫ এর আওতায় শেরপুর জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বালক ও বালিকাদের মাসব্যাপী এ সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন শেরপুর অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ। জেলা ক্রীড়া আফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল বাতেন, প্রধান শিক্ষক মোঃ মঞ্জুরুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ জিন্নত আলী। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকবৃন্দ ও অন্যান্য প্রমুখ ব্যক্তিবর্গ। 

সাঁতার প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত খেলোয়াড়দের মধ্যে থেকে বাছাই করে ৪০ জনকে প্রশিক্ষণ প্রদানের জন্য মনোনিত করা হয়। প্রশিক্ষণ শেষে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের লক্ষ্যে বিভাগীয় দল গঠনের জন্য সেরা প্রতিভাবানদের বিভাগে প্রেরণ করা হবে। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সরোয়ার জাহান পপলিন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত