শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২
শিরোনাম

কমলগঞ্জে শিশু ধর্ষণ, গ্রেফতার ১


  শাহীন আহমেদ, কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশ :  ২৯ এপ্রিল ২০২৫, ১০:২৭ দুপুর

মৌলভীবাজারের কমলগঞ্জে পটেটো চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই বাড়ির এক মামার বিরুদ্ধে।

শনিবার (২৬ এপ্রিল) বেলা ৪ টায় উপজেলার পতনউষার ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ২৮ এপ্রিল ভোরে পুলিশ অভিযুক্ত কান্ত মালাকার (২১) কে গ্রেফতার করে।

জানা যায়, পতনঊষারের লক্ষীপুর গ্রামের স্বামী পরিত্যক্ষ ইতি রানী মালাকার তার মেয়েকে নিয়ে বাবার বাড়ীতে থাকেন। ইতি রানী বিভিন্ন মানুষের বাড়ীতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। যে কারনে তার মেয়ে বাড়ীতে একা থাকে। এমতাবস্থায় শনিবার বিকাল ৪ টার দিকে তার মেয়েকে পটেটো চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে একি বাড়ীর কান্ত মালাকার। পরে শিশুর মা বাড়ীতে আসলে শিশুটি কান্না করে মায়ের নিকট ঘটনার বর্ননা দিলে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার ভোর ৪ টার দিকে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে অভিযুক্ত কান্ত মালাকারকে গ্রেফতার করে। অভিযুক্ত কান্ত মালাকার সম্পর্কে মেয়েটির মামা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত কান্ত মালাকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত