আইপিএলে নতুন রেকর্ড গড়লেন মোহাম্মদ শামি

আরবান ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ দুপুর
_original_1745660802.jpg)
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে চেন্নাই সুপার কিংস এক অভিনব কৌশল নিয়েছিল। ২১ বছরের কম বয়সী দুই তরুণ শায়েক রশিদ ও আয়ুশ মাহাত্রেকে দিয়ে ইনিংস ওপেন করায় তারা। এই দুজনের সম্মিলিত বয়স ছিল ৩৮ বছর ১৩১ দিন, যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠতম ওপেনিং জুটি।
তবে চেন্নাইয়ের এই তরুণ জুটির স্থায়িত্ব ছিল মাত্র এক বল। হায়দরাবাদ পেসার মোহাম্মদ শামি ইনিংসের প্রথম বলেই অফস্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে শায়েক রশিদকে স্লিপে অভিষেক শর্মার ক্যাচে পরিণত করেন। আর এই উইকেটের মাধ্যমেই এক অনন্য রেকর্ড গড়েন ৩৪ বছর বয়সী শামি। আইপিএলের ইতিহাসে তিনিই একমাত্র বোলার যিনি ইনিংসের প্রথম বলে চারবার উইকেট শিকার করলেন। এর আগে ২০১৪ সালে জ্যাক ক্যালিস (কলকাতা), ২০২২ সালে লোকেশ রাহুল (লখনৌ) এবং ২০২৩ সালে ফিল সল্টকে (কলকাতা) ইনিংসের প্রথম বলেই ফিরিয়েছিলেন তিনি। রশিদের উইকেটটি ছিল এই তালিকার চতুর্থ সংযোজন (২০২৫)।
শামির আগে আইপিএলে সর্বোচ্চ তিনবার করে ইনিংসের প্রথম বলে উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে লাসিথ মালিঙ্গা, অশোক দিন্দা, প্রভিন কুমার, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ট্রেন্ট বোল্টের। এছাড়া আরও আটজন বোলার দুবার করে এই কীর্তি গড়েছেন।
রেকর্ড গড়লেও এই ম্যাচে আলো কেড়ে নিতে পারেননি শামি। চলতি আসরে ফর্মের সাথে লড়াই করা এই পেসার ৩ ওভার বল করে ২৮ রান দিয়ে ওই একটি উইকেটই পান। তাকে ছাপিয়ে যান সতীর্থ পেসার হার্শাল প্যাটেল। হার্শাল ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে চেন্নাইয়ের ব্যাটিং লাইনআপে ধস নামান।
ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া চেন্নাই সুপার কিংস নির্ধারিত ২০ ওভারের এক বল বাকি থাকতেই ১৫৪ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান আসে দক্ষিণ আফ্রিকান তরুণ ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে, যিনি এই ম্যাচ দিয়েই চেন্নাইয়ের জার্সিতে অভিষিক্ত হন। ২৫ বলের ইনিংসে তিনি এই রান করেন। আরেক ওপেনার আয়ুশ মাহাত্রে করেন ৩০ রান। বাকিরা তেমন উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।