গাইবান্ধায় মামলার আসামী জামিনে এসে বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি

আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০২:৪৮ দুপুর
_original_1756111674.jpg)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে মামলার আসামি কতৃক বাদীকে প্রাণনাশের হুমকিসহ দীর্ঘ দিনের ভোগ দখলীয় জমিতে অনধিকার প্রবেশ করে বোরো ধান রোপনে বাধা প্রদান।
এব্যাপারে জমির মালিক রাজা মিয়া গ্রাম্য শালিস দরবারের আয়োজন করেন। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ১০ জুলাই দুপুরে বাড়ির উঠানে উভয়পক্ষের লোকজনের উপস্থিতি শালিস দরবার শান্তিপূর্ণ চলাকালে পূর্বপরিকল্পিত ভাবে বিবাদীরা যোগসাজসে পূর্ব রক্ষিত, লাঠি, লোহার রড, ধারালো ছোরা হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে রাজা মিয়ার পরিবারের উপর এলোপাথাড়ি মারধর করে এতে রাজা মিয়ার স্ত্রী-পুত্রকে রক্তাক্ত জখমসহ তার পরিবারের লোকজনকে মারপিট ও হত্যার চেষ্টা করে।
এসময় থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা সত্যতা পায়। মারপিটে আহতদের উদ্ধার করে স্থানীয়রা গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করে।মামলা এবং গ্রামবাসী সূত্রে জানা যায়,গোবিন্দগঞ্জ উপজেলার পাটোয়া গ্রামের মৃত আমজাদ হোসেন এর ছেলে রাজা মিয়ার সাথে আপন সহদর বড় ভাই ঠাণ্ডা মিয়ার সঙ্গে পূর্ব থেকে বসতবাড়ি ও আবাদি জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এব্যাপারে রাজা মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় এজাহার জি আর,২৬৪ মামলা দায়ের করে।পুলিশ তদন্ত করে আসামীদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করলে ঐ আসামিরা জামিনে এসে প্রতিশোধকল্পে উল্লেখিত আসামিগণ ক্ষিপ্ত হয়ে গত ১৫-০৮-২৫ ইং তারিখে বাদীর পরিবারের সকল সদস্যকে সন্ত্রাসী কায়দায় আবারো মারপিট করার হুমকি ধামকি প্রদান করে।এঘটনার পূর্বে বিবাদীগণ বাদীকে মারপিট ও খুন জখমের ভয়ভীতি প্রদানসহ পরিবারের জানমালের ক্ষয়ক্ষতি করিবে মর্মে হুমকি দিত।তবে মামলার সাক্ষী ও গ্রামবাসী জানায়, আসামিরা অত্যন্ত দুর্দান্ত
প্রকৃতির, দাঙ্গাবাজ ও আইন অমান্যকারী হওয়ায় তাদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পায় না। তাই এ ব্যাপারে বাদীর পরিবার-পরিজন থানা পুলিশ সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।