বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

পূর্বধলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০১ জুলাই ২০২৫, ০৯:১২ রাত

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।

সোমবার (৩০ জুন) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বায়েজিদ রহমান অভি (২৮) এবং ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (৪৫)। বায়েজিদ রহমান অভি উপজেলার ইয়ারণ গ্রামের কাজল মুন্সির ছেলে এবং শফিকুল ইসলাম জালশুকা গ্রামের মমতাজ আলীর ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, বায়েজিদ রহমান অভি সন্ত্রাসবিরোধী আইনে পূর্বধলা থানায় দায়ের করা মামলা (নং-২৮, তারিখ ২৩ নভেম্বর ২০২৫) এর এজাহারভুক্ত আসামি। অপরদিকে শফিকুল ইসলাম বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার (মামলা নং-০১, তারিখ ১ ডিসেম্বর ২০২৪) সন্দেহভাজন আসামি। গ্রেপ্তারকৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত