মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
শিরোনাম

ময়মনসিংহে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত


  এস এম হোসেন আলী

প্রকাশ :  ০১ জুলাই ২০২৫, ১০:৩৯ দুপুর

ময়মনসিংহে বিভাগীয় কল্যাণ পরিষদ এর ১০ম সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৩০ জুন) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ এর আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়া আহমেদ সুমন।
 
সভায় ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বিগত সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। এ সময় তিনি জানান, শিশুশ্রম নিরসনে পরিদর্শন, উদ্বুদ্ধকরণ কার্যক্রম, আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিধি মোতাবেক সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
 তিনি আরো জানান, ২০২৪ ও ২০২৫ অর্থবছরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,ময়মনসিংহ মোট ১১৫০ টি পরিদর্শন সম্পন্ন করেছে তন্মধ্যে ৪৫০ টি পরিদর্শন সংক্রান্ত পরিদর্শনে বিভিন্ন কারখানা/প্রতিষ্ঠান/দোকান থেকে ১২১ জন শিশুকে শ্রম হতে প্রত্যাহার করা হয়েছে। শিশুশ্রম নিরসনে ২৫ টি উদ্বুদ্ধকরণ সভা সম্পন্ন হয়েছে। শিশুশ্রম নিরসনের জন্য শ্রম আদালতে ১ টি মামলা দায়ের করা হয়েছে।
 
সভাপতির বক্তব্যে  অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, আমাদের শিশুগুলো আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন,  শিশুশ্রম নিরসন ও পুনর্বাসনে সংশ্লিষ্ট সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানকে  সমন্বয়ের সাথে কাজ করতে হবে।
 
এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, পরিচালক (স্বাস্থ্য) ডঃপ্রদীপ কুমার সাহাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও এনজিও এর কর্মকর্তাবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত