শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
শিরোনাম

‘তাণ্ডব,’ সঙ্গী সাবিলাই!


  আরবান ডেস্ক

প্রকাশ :  ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৫ দুপুর

ফেসবুক পেজ থেকে নেওয়া

অবশেষে নিশ্চিত হওয়া গেল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরই হচ্ছেন ‘তাণ্ডব’-এ শাকিবের নায়িকা।  এখন চলছে ছবির টানা শুটিং। এফডিসির পর এখন উত্তরবঙ্গে চলছে ছবির শুটিং। ছবিতে শাকিব খানের সঙ্গী কে থাকছেন, অনেক দিন ধরেই তা নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে।

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন পরপর বিভিন্ন অভিনয়শিল্পীর নাম শোনা যায়। আবার বলা হয়, অমুক বাদ পড়েছেন। এই তালিকায় নাম আছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের। অবশেষে পাওয়া গেল খবরের সত্যতা।

‘তাণ্ডব’ বানাচ্ছেন গ্লোবাল ব্লকবাস্টার ছবি ‘তুফান’-খ্যাত নির্মাতা রায়হান রাফী। ‘তাণ্ডব’-এ শাকিবের সহশিল্পী হয়ে রূপালি পর্দায় অভিষেক হবে অভিনেত্রীর। গতকাল দুপুরে শুটিংয়ের বেশ কিছু ফুটেজ চলে এসেছে ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে শাকিবের সঙ্গী সাবিলা। একটি দুটি নয়, শুটিং দেখতে মানুষের মোবাইলে ধারণকৃত কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও এখন অন্তর্জালে ঘুরছে।

তবে নির্মাতা রাফী এখনো মুখ খোলেননি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত