পূর্বধলায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৮ দুপুর

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নেত্রকোনার পূর্বধলায় মোঃ মোজাম্মেল ওরফে মুজাম (৫৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মোজাম্মেল ওরফে মুজাম উপজেলা ৬ নং পূর্বধলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার সদরের ইউনিয়নের ইলাশপুর গ্রামের মৃত মিরাজ আলী শেখের ছেলে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান- আটককৃত মোঃ মোজাম্মেলকে পূর্বধলা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার ঘটনার সাথে জড়িত মর্মে সন্ধিগ্ধ আসামী ছিল। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।